প্রাণের ৭১

ভারতে মহড়ার সময় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত!

পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে ভারতীয় দুই যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পাইলট নিহত হয়েছে। অপর দুই পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়। সংঘর্ষে দুটি বিমানই বিধ্বস্ত হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। কর্ণাটকের বেঙ্গালুরুতে সূর্যকিরণ এরাবেটিকস টিমের অনুশীলনের সময় বিমান দুটির সংঘর্ষ হয়।
একদিন পরই দেশটির বিমান বাহিনীর আনুষ্ঠানিক মেগা মহড়া শুরু হওয়ার কথা রয়েছে বেঙ্গালুরুতে।
বেঙ্গালুরু পুলিশ ও ফায়ার সার্ভিসের মহাপরিচালক এমএন রেড্ডি বলেন, বিমান দু’টিতে তিনজন পাইলট ছিলেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। অপর দু’জন আহত হলেও তারা শঙ্কামুক্ত।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*