প্রাণের ৭১

মালয়েশিয়ার নির্বাচনে মাহাথির মোহাম্মদ এগিয়ে

মালয়েশিয়ায় ক্ষমতার পালাবদলে ১৪তম সাধারণ নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে বুধবার বিকাল ৫টা থেকে। বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এগিয়ে রয়েছেন।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত মাহাথির মোহাম্মদ ১২৮ আসন এবং বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক পেয়েছেন ৮৮টি আসন।

 

এতে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বুধবার সকাল ৮টা থেকে ৮,৮৯৮টি পোলিং বুথে একযোগে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

 

নির্বাচন কমিশন আশা করছে, অন্তত ৮৫ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে ২,৩৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

 

এদিকে বুধবার ভোটগ্রহণের সময় জোহর বারু সিকোলাহ মেনেনগাহ জোহর জায়া ১ এ পোলিং কেন্দ্রে দুজনকে মারধর করার অপরাধে পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে।

 

বুধবার দুপুরে দিকে ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন রাজ্য পুলিশের মহাপরিচালক মোহাম্মদ খলিল কাদের।

 

কেন্দ্রীয় পার্লামেন্টের ২২২ আসনে এবং ১৩ রাজ্যের মধ্যে ১২ রাজ্যের ৫০৫টি আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

 

একটি রাজ্যে বুধবারই ন্যাশনাল ফ্রন্ট বিজয়ী ঘোষিত হয়েছে। মালয়েশিয়াতে ভোটার দেড় কোটি। এর মধ্যে তিন লাখ পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্য। ৫ মে তাদের ভোট প্রদান করেছেন।

 

এখন পর্যন্ত এগিয়ে রয়েছে মাহাথির মোহাম্মদের পাকাতান হারাপান পেয়েছে ৭১টি আসন। আর নাজিব রাজাকের বারিসান ন্যাশনাল ৬০টি।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*