প্রাণের ৭১

রেললাইনে হাঁটা ও বসবেন না, সাবধান!

প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ রেললাইনে কাটা পড়ে মারা যাওয়ার পরও রেললাইনগুলো ব্যবহার হচ্ছে হাঁটার পথ হিসেবে, অথচ এটি যে আইনতঃ নিষিদ্ধ সেই খবরও অনেকেই রাখেন না। রেললাইন দিয়ে যেন চলাফেরা করা মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে।

রেললাইনে কাটা পড়া ছাড়াও সাপের কামড় খাওয়ার আশঙ্কা রয়েছে। কম হলেও এ দুর্ঘটনা ইদানিং ঘটছে। অথচ রেললাইনে হাটা ও স্লিপারে বসে আড্ডা দেওয়ার ঘটনা অহরহ ঘটছে। অনেকেই পথের দূরত্ব কমাতে রেল লাইনকে হাঁটার পথ হিসেবে ব্যবহার করছেন। কানে মোবাইল রেখে অসতর্কতার সঙ্গে হাঁটছেন। এর ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

রেল আইনে রেললাইনের দুই পাশে ১০ ফুটের মধ্য দিয়ে মানুষের চলাচল নিষিদ্ধ। এমনকি এর মধ্যে গরু-ছাগল ঢুকে পড়লে সেটিকেও নিলামে বিক্রি করে দেয়ার ক্ষমতা রয়েছে রেল কর্তৃপক্ষের। রেলে কাটা পড়ে কেউ আহত হলে উল্টো ওই ব্যক্তির বিরুদ্ধেই মামলা করতে পারে রেলওয়ে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*