প্রাণের ৭১

শেয়ারবাজারে সূচকের বিশাল উত্থান

সাকিবঃ সূচকের বিশাল উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের দুই শেয়ারবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে একটানা দর বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের। লেনদেন শেষে এই সূচকে যোগ হয়েছে ১৮০ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৪৮১ পয়েন্ট।

ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ১ হাজার ১২৮ কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৩টির, কমেছে ৪২টির, অপরিবর্তিত আছে ২০টির দর।

আজ লেনদেনের শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল ডিএসইএক্স। প্রথম ৫০ মিনিটেই সূচকটি বেড়ে যায় ১০০ পয়েন্ট। দুপুর সাড়ে ১২টা নাগাদ তা ছাড়িয়ে যায় ১৫০ পয়েন্ট। বেলা একটা নাগাদ সূচক ১৭০ পয়েন্ট বেড়ে যায়। একপর্যায়ে মনে হচ্ছিল, সূচকের বৃদ্ধি ২০০ পয়েন্ট ছাড়িয়ে যাবে। পরে লেনদেন শেষে ১৮০ পয়েন্ট বাড়ে সূচকটি।

এ নিয়ে টানা ১১ দিন সূচক বাড়ল ডিএসইতে। গত ২২ জুলাই ডিএসইএর প্রধান সূচকের অবস্থান ছিল ৪ হাজার ৭৬ পয়েন্ট। আজ লেনদেন শেষে তা অবস্থান করছে ৪ হাজার ৫৪৫ পয়েন্টে। অর্থাৎ, সূচক বেড়েছে ৪৬৯ পয়েন্ট।

ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো স্কয়ার ফার্মা, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, সিঙ্গার বিডি, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, পাইওনিয়ার ইনস্যুরেন্স, গ্রামীণফোন ও ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ডিএসইতে আজ দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বিকন ফার্মা, আমান কটন, দেশ গার্মেন্টস, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং, সুহৃদ, এমজেএল বাংলাদেশ, বেক্সিমকো, লঙ্কা–বাংলা ফাইন্যান্স, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও এসএস স্টিল।

ডিএসইতে দর কমার তালিকায় শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো প্যারামাউন্ট, শ্যামপুর সুগার, প্রগ্রেসিভ লাইফ ইনস্যুরেন্স, রূপালী ইনস্যুরেন্স, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, আইসিবিএএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, মেট্রো স্পিনিং, সিটি জেনারেল ইনস্যুরেন্স, এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড ও এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*