প্রাণের ৭১

শ্রীলঙ্কার শোকে অন্ধকার রাখা হবে আইফেল টাওয়ার

শ্রীলঙ্কায় ইস্টার সানডের প্রার্থনার মধ্যে গির্জা ও হোটেল মিলিয়ে ভয়াবহ আটটি বোমা হামলায় কেঁপেছে শ্রীলঙ্কা। বিশেষ দিনে গির্জা আর হোটেল টার্গেট করে দফায় দফায় হামলার ঘটনা ঘটে।

 

 

 

এসব হমলায় সর্বশেষ ২১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ।

সোমবার মধ্যরাত থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আইফেল টাওয়ারের লাইট বন্ধ করে দেওয়া হবে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন জানায়।

 

এর আগে সকালে রাজধানী কলম্বো ও এর আশপাশের তিন গির্জা এবং অভিজাত হোটেলে হামলা চালানো হয়। কয়েক ঘণ্টা পর হামলা হয় দেহিওয়ালা জেলার একটি হোটেলে এবং দেমাতাগোদা জেলার একটি স্থাপনায়। বেশির ভাগ হামলা চালানো হয় আত্মঘাতী বোমা ফাটিয়ে। তবে এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কেউ।

 






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*