সংসদে যোগ না দেয়ার আগের সিদ্ধান্ত ভুল ছিল: ফখরুল
            
                     
                        
       		একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদে যোগ না দেয়ার বিষয়ে বিএনপির আগের সিদ্ধান্তটি ভুল ছিল বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
‘আমাদের মনে রাখা উচিত যে, শুধু সস্তা স্লোগান দিয়ে কোনো কিছু অর্জন করা যায় না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কারণ আমাদের সংসদের ভেতরে ও বাইরে দুই দিকেই লড়াই করতে হবে’, বলেন তিনি।
রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি নেতা আরও বলেন, ‘আমার বলতে কোনো দ্বিধা নেই যে, ওই মুহূর্তে সংসদে যোগ না দেয়ার বিষয়ে আমাদের আগের সিদ্ধান্ত ভুল ছিল। আমাদের অবশ্যই সব দিক দিয়ে লড়াই চালিয়ে যেতে হবে।’
বিএনপি নেতা নাসির উদ্দীন আহমেদ পিন্টুর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত ছাত্রফোরাম এই স্মরণসভার আয়োজন করে।
ফখরুল দাবি করেন, তাদের দল সম্পূর্ণ ঐক্যবদ্ধ এবং এতে কোনো ধরনের ভাঙন নেই।
বিএনপির নেতাদের কোনো জনসমাবেশে দলের সমস্যা নিয়ে কথা না বলার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘দলের সমস্যা নিয়ে শুধু দলীয় ফোরামে কথা বলার জন্য আপনাদের সকলকে অনুরোধ করছি।’
