প্রাণের ৭১

সড়ক কেন এতো অনিরাপদ?

বাংলাদেশের রাস্তায় বাসের প্রতিযোগিতায় রোববার দুই শিক্ষার্থীর প্রাণহানির পর গণপরিবহনের অরাজক অবস্থা নিয়ে আবারো বিক্ষুব্ধ হয়ে উঠেছে ঢাকা।
রাজধানীর বিভিন্ন সড়ক বন্ধ করে সোমবার প্রতিবাদ জানিয়েছে ঢাকার বেশ কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা।
আর দুর্ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ পরিবহন মন্ত্রীর প্রতিক্রিয়া নিয়ে গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা।
ঢাকার গণপরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে গত কয়েক বছর ধরেই সরকার ও বিশ্লেষক নানা মহলেই আলাপ আলোচনা চলছে।
কিন্তু কোন পরিবর্তনই আসেনি। কেন কোন একটি কাঠামোয় আনা যাচ্ছে না গণপরিবহন ব্যবস্থাকে?
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যানুযায়ী সারা দেশে গত জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত সড়ক দুর্ঘটনায় তিন হাজার ২৬ জন মানুষ নিহত হয়েছেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*