প্রাণের ৭১

সফল সম্মেলন, জনবান্ধব পুলিশিং

ইংরেজীতে should be change বাক্যটি আধুনিক জনবান্ধব পুলিশিংয়ের একটি মোটিভেশনাল স্পিক। আজ বিশ্বব্যাপী সময়ের পরিক্রমায় পরিবর্তনের ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশ আর পিছিয়ে নেই।কমিউনিটির ইতিবাচক দৃষ্টিভঙ্গির বদৌলতে বদলে যায়,দেশের সার্বিক উন্নয়ন,কমিউনিটির প্রতিটি পর্যায়ে যখন সুনাশান জবাবদিহিতা ও মানবীয়তা নিশ্চিত হয়,তখন পিছনে তাকানোর আর সময় থাকেনা।সে উন্নয়নের চাবিকাঠি যোগ্য লীডারশীপের উপরই বার্তায়।আজ আমাদের সময় এসেছে জনবান্ধব পুলিশিংয়ের প্রতিক্ষনে ,যোগ্য লীডারশীপের আশাজাগানিয়া বিচ্ছুরনে ” should be change বাক্যের প্রতিফলন ঘটানোর—–

আজ পুলিশ বিভাগের মোটিভেশনাল স্পীকার শ্রদ্ধেয় পুলিশ প্রধান ও পুলিশ সুপার,গাজীপুর জনাব,শামসুন্নাহার পিপিএম এঁর জনবান্ধব পুলিশিংয়ে ও অক্লান্ত পরিশ্রমে আলোকিত হয়েছে পুলিশিং,প্রতিটি পর্যায়ে সেবা পাচ্ছে জনগন।জনগনের বিশ্বাসের স্হানে, নির্ভরতার স্হানে পৌঁছাতে পেরেছে পুলিশিং সেবা।

আগামীতে জনবান্ধব পুলিশিংয়ের সফল কান্ডারীদের ব্যাক্তিত্বের সম্মোহনীতে ক্রমাগত দিকপাল ও আলোর দিশারীতে অত্যুজ্জ্বলের পশরায় দেশের গন্ডি ছাপিয়ে যাবে বিশ্বময়।

লেখক-রাজীব কুমার দাশ,পুলিশ ইন্সপেক্টর,বাংলাদেশ পুলিশ।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*