প্রাণের ৭১

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩১ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থেকে পাচারকালে ৩১ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বিজিবি। সেই সাথে দুই দালালকে আটক করা হয়েছে।

বিজিবি সদস্যরা শুক্রবার ভোরে শাহপরীর দ্বীপ ও শীলখালী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

আটক দালালরা হলেন- টেকনাফের জাহাজাপুরা এলাকার মহিবুল্লাহ ও দমদমিয়ার মো. হুমায়ুন।

টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুজ্জামান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে গোলারচর এলাকা থেকে ১৩ রোহিঙ্গাকে উদ্ধার ও এক দালালকে আটক করা হয়।

অপর অভিযানে শীলখালীর নোয়াখালীয়া পাড়া পয়েন্ট থেকে ১৮ রোহিঙ্গাকে উদ্ধার ও এক দালালকে আটক করে বিজিবি।

উদ্ধার রোহিঙ্গার মধ্যে সাতজন পুরুষ, ১৭ জন নারী ও সাতজন শিশু।

রোহিঙ্গারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন শিবির থেকে দালালদের মোটা অংকের টাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়া যাচ্ছিলেন।

উদ্ধার রোহিঙ্গাদের সংশ্লিষ্ট শিবিরে পাঠানো এবং আটক দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আছাদুজ্জামান।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*