প্রাণের ৭১

Tuesday, May 14th, 2019

 

ভূমধ্যসাগরে নৌকাডুবি: নিখোঁজ প্রায় ৪০-৪৫ বাংলাদেশি

তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রায় ৪০ থেকে ৪৫ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার লিবিয়ার ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে। লিবিয়ার ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর এ এস এম আশরাফুল ইসলাম বার্তা সংস্থা ইউএনবিকে বলেন, লিবিয়া হয়ে দুটি নৌকায় অভিবাসী প্রত্যাশীরা ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন। নৌকা দুইটির একটিতে প্রায় ৫০ এবং অন্যটিতে ৭০ জন যাত্রী ছিল। দুটি নৌকাই গত বৃহস্পতিবার রাতে একই সময় রওনা হয়। তবে একটি নিরাপদে ইতালি পৌঁছালেও বাকিটা ওই দুর্ঘটনায় পড়েন। আশরাফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ১৪ বাংলাদেশিকে জীবিত এবং এক ব্যক্তির লাশ উদ্ধার করাআরো পড়ুন


ধর্ষকদের আশ্রয়-প্রশ্রয়ে আছে রাজনৈতিক দল ও প্রশাসন: ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশে ধর্ষক ও নারী নির্যাতনকারীদের পেছনে রাজনৈতিক দল ও প্রশাসনের একটি অংশের আশ্রয়-প্রশ্রয় আছে।   মঙ্গলবার (১৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে নারী-শিশু নির্যাতন ও ধর্ষণ-হত্যার প্রতিবাদে জাসদের আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন ।   ইনু বলেন, রাষ্ট্র যদি চায় তাহলে দেশ থেকে ধর্ষণ ও নারী নির্যাতন সহজেই বন্ধ করা যাবে। সরকার যেভাবে জঙ্গিদের বিরুদ্ধে শূন্য সহিঞ্চুতা নীতি গ্রহণ করেছে সেভাবে নারী নির্যাতনকারীদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একই নীতি গ্রহণ করা উচিত বলে মনে করেন তিনি।   সাবেক এই মন্ত্রী বলেন,আরো পড়ুন