ছুটি থেকে ফেরার ২ দিন পর অকাল মৃত্যু হলো ফ্রান্স প্রবাসীর।
রবিবার বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে ফিরে মঙ্গলবারেই (৯ই অক্টোবর) না ফেরার দেশে চলে গেলেন ফ্রান্স প্রবাসী ফারুক বাবুল! (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)
মঙ্গলবার দুপুরে তিনি হটাৎ বুকে ব্যাথা অনুভব করলে তার রুমের অন্য সদস্যরা পম্পিয়ার(এম্বুলেন্স) ডেকে নিয়ে আসেন। এসময় কর্তব্যরত এম্বুলেন্সের কর্মীরা পরিক্ষা-নিরিক্ষা করে দেখেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন পরে তারা মৃত সার্টিফিকেট (ছাড়পত্র) দিয়ে চলে যান।
জনাব ফারুক বাবুল (৩২) নামে এই প্রবাসী বাংলাদেশের ফেনী জেলার রাজাপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।
মৃত বাবুল গত দশ বছর থেকে ফ্রান্সের প্যারিসে বসবাস করতেন। তিনি প্যারিসের মেট্রো হোসে বসবাস করছিলেন। কিছুদিন ফ্রান্সের সারসেল শহরে একটি ফ্লাট কিনেন।
ফ্রান্স প্রবাসী জামাল উদ্দিন জানান, বাবুল আমার সুপরিচিত, খুব ভাল লোক ছিলেন, আজ বিকালে আমাদের সাথে তার দেখা করার কথা কিন্তু চলে গেলেন পরপারে।
বর্তমানে তার মরদেহ প্যারিসের একটি হাসপাতালের হিমাগারে রাখা আছে।
আগামী শুক্রবার মরহুমের জানাজার নামাজ প্যারিসের বাংলাদেশ অভারভিলা জামে মসজিদে বাদ জুমা অনুষ্ঠিত হবে।