প্রাথমিকের শিক্ষকদের সন্তানরা কিন্ডারগার্টেনে পড়তে পারবে না: প্রতিমন্ত্রী
 
            
                     
                        
       		প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানরা কিন্ডারগার্টেনে পড়তে পারবে না বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন। এতে প্রাথমিকে শিক্ষার মান বাড়াতে শিক্ষকরা উদ্যোগী হবেন বলে দাবি তার।
আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মো. জাকির হোসেন বলেন, মানসম্মত শিক্ষার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। প্রতিমন্ত্রী বলেন, দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা হবে। প্রতিটি স্কুলের পাঠদানের সূচি একরকম হবে বলেও জানান তিনি।
সব স্কুলে স্কাউট গঠনের নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এছাড়া, অবসরে যাবার দুই মাসের মধ্যে শিক্ষকরা যেন পেনশনের টাকা পান সরকার সেই ব্যবস্থা নিচ্ছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।
(পরবর্তি সংবাদ) দুর্নীতি করলে আমারও বিচার হবে : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ »

 
	