আঙুল শতভাগ ঠিক হবে না – সাকিব
            
                     
                        
       		
আঙুলের চোটের চিকিৎসায় অস্ট্রেলিয়া গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হন।
বিমানে ওঠা আগে সাংবাদিকদের সাকিব জানান, চোটের জায়গাটির সংক্রমণ নিয়ে দুশ্চিন্তায় আছেন। কারণ হিসেবে তিনি বলেন, ‘সংক্রমণের মাত্রা জিরো শতাংশে না এলে কোনো চিকিৎসকই অস্ত্রোপচার করবেন না।’
এরপরই সাকিব তার আশঙ্কার কথা জানান, সংক্রমণ না সারিয়ে অস্ত্রোপচার করলে হাড় ক্ষতিগ্রস্ত হবে। সেটি হলে গোটা হাতেই সমস্যা দেখা দিতে পারে।
সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের ভাষ্যে, ‘সংক্রমণ কমানোই আসল ব্যাপার। এরপরও আঙুলটা মনে হয় আর কখনো শতভাগ ঠিক হবে না। এটা যেহেতু নরম হাড়, জোড়া লাগার সম্ভাবনা কম। কখনো পুরোপুরি ঠিক হবে না।’
তিনি আরো বলেন, ‘আঙুল আর আগের মতো হবে না। তবে অস্ত্রোপচারের পরে এমন একটা অবস্থায় আসবে, তা দিয়ে ব্যাটটা ভালোভাবে ধরতে পারব, ক্রিকেট খেলা চালিয়ে নিতে পারব।’
সাকিব আল হাসান চলতি বছরের জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাম হাতের আঙুলে চোট পান। এরপরও চোট নিয়ে তিনি বিগত নয় মাস খেলা চালিয়ে গেছেন।
কিন্তু, পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, সদ্য শেষ হওয়া এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচ না খেলেই দেশে ফিরতে বাধ্য হন। পরে সাকিবকে ছাড়াই ফাইনালে শেষ বলে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ।
বাংলাদেশে অ্যাপোলোতে এক দফা অস্ত্রোপচারের পর এখন সাকিব চিকিৎসক গ্রেগ হয়কে আঙুল দেখাতে অস্ট্রেলিয়া গেলেন।
