জামিন পেলেন বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

১২টি মামলার সবগুলোতে জামিন পেয়েছেন সাবেক গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।
তিনি বলেন, ‘ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে ছিলেন। বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি কারামুক্ত হয়েছেন। সেখান থেকে আমাদের কারারক্ষীরা চলে গেছেন।’
জেলার জানান, ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে ১২টি মামলা ছিল। সবগুলো থেকে তিনি জামিন পেয়েছেন। সবশেষ পল্টন থানায় করা মামলা থেকে আজ জামিন পান তিনি।
গত বছরের ২৭ অক্টোবর গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে। ৫ আগস্ট তাকে হাসপাতালে নেওয়া হয়।
« হত্যা করে লাশের উপর লাপায় ও পাথর নিক্ষেপ করে বিএনপি সন্ত্রাসীরা। (পূর্বের সংবাদ)