ষড়যন্ত্রের রাজনীতি পরাজিত হবে,শেখ রাসেলের জন্মদিনে নিয়াজ মোর্শেদ এলিট

চট্টগ্রাম অফিসঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, মীরসরাইয়ের কৃতি সন্তান ও দূঃসময়ের বন্ধু নিয়াজ মোর্শেদ এলিট বলেছেন, “শেখ রাসেল ছিলেন মানবিকতা, নিষ্ঠা ও ভালোবাসার প্রতীক। আজ তাঁর জন্মদিনে আমরা প্রতিজ্ঞা করি—জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্যায়, অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকব।”
তিনি বলেন, “আজকের এই অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটে যুব সমাজকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে আলোর পথে এগোচ্ছি, সেই পথ রুদ্ধ করতে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। যুবলীগের প্রতিটি নেতা-কর্মী শেখ রাসেলের নিষ্পাপ হাসির মতো নির্মল চেতনা নিয়ে মানুষের পাশে থাকবে, দুর্দিনে সাহস জোগাবে, মানবিকতার হাত বাড়াবে।”
নিয়াজ মোর্শেদ এলিট আরও বলেন, “৫ আগস্ট পরবর্তী সময় থেকে আমরা দেখেছি—রাষ্ট্রবিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়েছে। তবুও বঙ্গবন্ধুর আদর্শে গড়ে ওঠা আওয়ামী পরিবার, বিশেষ করে যুবলীগের নিবেদিতপ্রাণ কর্মীরা, মাঠে-রাজপথে দৃঢ় অবস্থানে থেকে দেশের শান্তি ও গণতন্ত্র রক্ষায় লড়াই করে যাচ্ছে। শেখ রাসেলের জন্মদিনে আমাদের অঙ্গীকার—দেশপ্রেম, সততা ও সাহসের এই সংগ্রাম অব্যাহত থাকবে।”
তিনি সকল স্তরের নেতা-কর্মী ও তরুণ প্রজন্মকে আহ্বান জানান, “শেখ রাসেলের মতো দেশকে ভালোবাসো, মানুষের পাশে দাঁড়াও—তবেই বাংলাদেশে ঘৃণা, হিংসা ও ষড়যন্ত্রের রাজনীতি পরাজিত হবে।”