প্রাণের ৭১

ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় আহত প্রবাসী মামুন খান, সবার দোয়া প্রার্থী

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি যুবক মামুন খান (২২) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ ইং তারিখে। ওই দিন ফ্রান্সজুড়ে ছিল প্রচণ্ড ঠান্ডা, তাপমাত্রা ছিল মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস এবং সারাদিনজুড়ে তুষারপাত হচ্ছিল। রাস্তাঘাট ছিল পিচ্ছিল ও দুর্ঘটনাপ্রবণ। এমন আবহাওয়ার মধ্যেই মামুন খান বাইকযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তুষারে ঢাকা পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বাইক থেকে পড়ে যান এবং গুরুতর আঘাত পান।

তাৎক্ষণিকভাবে পুলিশ ও দমকল বাহিনী (Pompiers) ঘটনাস্থলে এসে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর এক্স-রে ও অন্যান্য মেডিকেল চেকআপের মাধ্যমে নিশ্চিত হওয়া হয়, তার শরীরের কোথাও বড় ধরনের হাড় ভাঙা বা অভ্যন্তরীণ জখম হয়নি। প্রয়োজনীয় চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়ে রিলিজ দেন।

মামুন খান অবিবাহিত এবং তার পরিবার বাংলাদেশে অবস্থান করছেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে প্রবাসী বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।

মামুন খান সকলের দোয়া কামনা করেছেন যেন তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*