Wednesday, January 7th, 2026
ফ্রান্সে তীব্র তুষারপাত: যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, বেশ কয়েকজনের মৃত্যু
প্যারিস, ৭ জানুয়ারি ২০২৬ – ফ্রান্সের উত্তর ও পশ্চিমাঞ্চলে তীব্র তুষারপাত এবং বরফের কারণে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। স্টর্ম গোরেট্টি নামক ঝড়ের প্রভাবে গত কয়েকদিন ধরে চলা এই তুষারপাতে দেশের ৩৮টি ডিপার্টমেন্টকে অরেঞ্জ অ্যালার্টে রাখা হয়েছে। মেটিও ফ্রান্সের তথ্য অনুযায়ী, এটি বর্তমান জলবায়ুতে একটি “বিরল মাত্রার” ঘটনা। গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া তুষারপাতে প্যারিসে ৫ সেন্টিমিটারের মতো তুষার জমেছে, যা শহরকে এক সাদা চাদরে ঢেকে দিয়েছে। কিছু এলাকায় তুষারের পুরুত্ব ৮ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছেছে, আর পশ্চিমাঞ্চলে যেমন শারেন্তে-মারিতিমে ১৫-২০ সেন্টিমিটার। ইল-দ্য-ফ্রান্স অঞ্চলে সোমবার সন্ধ্যায় রেকর্ড ১,০০০ কিলোমিটারের বেশি ট্রাফিকআরো পড়ুন
