প্রাণের ৭১

ফ্রান্সে তীব্র তুষারপাত: যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, বেশ কয়েকজনের মৃত্যু

প্যারিস, ৭ জানুয়ারি ২০২৬ – ফ্রান্সের উত্তর ও পশ্চিমাঞ্চলে তীব্র তুষারপাত এবং বরফের কারণে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে। স্টর্ম গোরেট্টি নামক ঝড়ের প্রভাবে গত কয়েকদিন ধরে চলা এই তুষারপাতে দেশের ৩৮টি ডিপার্টমেন্টকে অরেঞ্জ অ্যালার্টে রাখা হয়েছে। মেটিও ফ্রান্সের তথ্য অনুযায়ী, এটি বর্তমান জলবায়ুতে একটি “বিরল মাত্রার” ঘটনা।

গত ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া তুষারপাতে প্যারিসে ৫ সেন্টিমিটারের মতো তুষার জমেছে, যা শহরকে এক সাদা চাদরে ঢেকে দিয়েছে। কিছু এলাকায় তুষারের পুরুত্ব ৮ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছেছে, আর পশ্চিমাঞ্চলে যেমন শারেন্তে-মারিতিমে ১৫-২০ সেন্টিমিটার। ইল-দ্য-ফ্রান্স অঞ্চলে সোমবার সন্ধ্যায় রেকর্ড ১,০০০ কিলোমিটারের বেশি ট্রাফিক জ্যাম হয়েছে।

এই প্রবল ঠান্ডা ও তুষারপাতের কারণে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। প্যারিসের রাস্তাঘাটে বরফ জমে যান চলাচল কঠিন হয়ে পড়েছে, অনেক ফ্লাইট বাতিল হয়েছে, এবং ট্রেন ও বাস সার্ভিস ব্যাহত। কিছু এলাকায় স্কি করার মতো দৃশ্য দেখা গেছে, যেখানে লোকজন তুষারে ঢাকা রাস্তায় স্কি করছেন।

দুর্ভাগ্যবশত, এই আবহাওয়ার কারণে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে, বেশিরভাগই সড়ক দুর্ঘটনায়। ফ্রান্স ছাড়াও যুক্তরাজ্য, নেদারল্যান্ডসসহ পশ্চিম ইউরোপের অন্যান্য দেশেও একই সমস্যা দেখা দিয়েছে।

আজ ৭ জানুয়ারি আরও একটি তুষারপাতের ঢেউ আসার সম্ভাবনা রয়েছে উত্তর ফ্রান্সে। কর্তৃপক্ষ জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন এবং রাস্তায় সতর্কতা অবলম্বন করতে বলেছেন।

এই তীব্র শীতল ঢেউ আরকটিক ঠান্ডা বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে, যা ইউরোপের বিভিন্ন অংশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১২-১৫ ডিগ্রি সেলসিয়াস নীচে নামিয়ে দিয়েছে। আগামী দিনগুলোতেও এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*