প্রাণের ৭১

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

ঢাকা, ১০ জানুয়ারি: আজ ঐতিহাসিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭২ সালের এই দিনে দীর্ঘ নয় মাস পাকিস্তানের কারাগারে বন্দি থাকার পর জাতির পিতা স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন। তাঁর এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার ঘরে ফেরা নয়, বরং যুদ্ধবিধ্বস্ত একটি জাতির জন্য ছিল আশার আলো ও রাষ্ট্রগঠনের নতুন অধ্যায়ের সূচনা।

১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার পর পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। মুক্তিযুদ্ধ চলাকালে তাঁকে মৃত্যুদণ্ডের হুমকিসহ নানা নির্যাতনের মুখে রাখা হয়। অবশেষে ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জন করলে আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়।

মুক্তি পাওয়ার পর ৮ জানুয়ারি তিনি লন্ডনে যান এবং সেখান থেকে ১০ জানুয়ারি দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান। তেজগাঁও বিমানবন্দর থেকে সরাসরি তিনি রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের উদ্দেশে ভাষণ দেন। সেই ভাষণে বঙ্গবন্ধু যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনের আহ্বান জানান এবং গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও মানবিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পায়। বঙ্গবন্ধুর নেতৃত্বে শুরু হয় সংবিধান প্রণয়ন, প্রশাসনিক কাঠামো গঠন ও পুনর্গঠনের কঠিন কাজ। তাই ১০ জানুয়ারি কেবল একটি ঐতিহাসিক দিন নয়, এটি বাংলাদেশের রাষ্ট্রীয় অভিযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক।

দিবসটি উপলক্ষে আজ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করছে। জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সেই মহান নেতাকে, যাঁর প্রত্যাবর্তনে স্বাধীন বাংলাদেশের পথচলা সুদৃঢ় হয়েছিল।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*