প্রাণের ৭১

গ্রিনল্যান্ডে সামরিক দল পাঠালো ফ্রান্স

ছবির উৎস, REUTERS

ছবির ক্যাপশান, যৌথ মহড়ায় অংশ নিতে গ্রিনল্যান্ডে ডেনিশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান

গ্রিনল্যান্ডের রাজধানী নুউকে পৌঁছেছে ১৫ সদস্যের একটি ফরাসি সামরিক দল। এছাড়া বেশ কয়েকটি ইউরোপীয় রাষ্ট্র গোয়েন্দা অভিযানের অংশ হিসেবে সেখানে সৈন্য পাঠাচ্ছে বলেও জানা গেছে।

যার মধ্যে জার্মানি, সুইডেন, নরওয়ে, নেদারল্যান্ডস এবং যুক্তরাজ্যের সেনারাও থাকবেন।

ডেনমার্কের একটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল- আর্কটিক দ্বীপের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপের পরই সৈন্য মোতায়েন করা হলো।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, প্রাথমিক সেনাদলকে শিগগিরই “স্থল, আকাশ এবং সমুদ্র শক্তি” দিয়ে শক্তিশালী করা হবে।

জ্যেষ্ঠ কূটনীতিক অলিভিয়ার পোভরে ডি’আর্ভর এই অভিযানকে একটি শক্তিশালী রাজনৈতিক সংকেত হিসেবে দেখেছেন। তার মতে, “এটি প্রথম মহড়া, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে দেখাবো যে ন্যাটো উপস্থিত।”

বুধবার মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকের জন্য ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের ওয়াশিংটনে যাওয়ার পরই সামরিক স্থানান্তরের এই ঘটনা ঘটলো।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*