প্রাণের ৭১

দুবাইয়ে করোনাভাইরাসের হোম টেস্ট শুরু

দুবাই শুক্রবার বয়স্ক ও অধিক ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য বাড়িতে বিনা খরচে করোনাভাইরাস স্ক্রিনিং কার্যক্রম চালাতে ভ্রাম্যমান পরীক্ষা সেবা শুরু করেছে। লকডাউন পদক্ষেপ সামান্য শিথিল করার পর তারা এ কার্যক্রম শুরু করলো। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানায়, অটো স্টেরিলাইজেশন সরঞ্জাম, থার্মাল স্ক্যনার ও নমুনা সংগ্রহের জন্য নিরাপদ স্টোরেজ কেবিন সংযোজন করে এ নতুন ‘মোবাইল ল্যাবরেটরি ইউনিটস’ এ্যাম্বুলেন্সে রুপান্তরিত করা হয়েছে।
এতে বলা হয়, তারা ‘কোভিড-১৯ ভাইরাস সংকটে বিভিন্ন হাসপাতালে ভর্তির চাপ হ্রাসে এবং অতি ঝুঁকিতে থাকা লোকজনকে রক্ষার ব্যাপারে সহায়তা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
দুবাই ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফেলো মেম্বাররা বিভিন্ন শপিং মল, ক্যাফে ও রেস্তোরাঁ ফের খুলে দেয়ার এবং করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া রোধে গত মাসে আরোপ করা লকডাউন বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছে।
মুসলিম উম্মাহ’র পবিত্র রমজান মাস শুক্রবার শুরু হওয়ায় এসব পদক্ষেপ গ্রহণ করা হয়।
ইউএই’তে কোভিড-১৯ ভাইরাসে ৯ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছে এবং ৬৪ জন মারা গেছে।
দুবাই হলো একমাত্র আমিরাত যারা করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে পুরোপুরি কারফিউ জারি করে এবং এ ফেডারেশনের অপর ছয় সদস্য কেবলমাত্র রাতে চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করেছিল।
দুবাই রোববার থেকে বিভিন্ন সেবামূলক কার্যক্রম ফের শুরু করতে তাদের মেট্রোসহ গণ পরিবহনকে অনুমতি দিয়েছে।
এদিকে বাসিন্দাদের সর্বদা মাস্ক পরা বাধ্যতামুলক করা হয়েছে। এটা লঙ্ঘনকারীদের ১ হাজার দিরহাম (২৭২ ডলার) জরিমানা করা হবে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*