প্রাণের ৭১

হঠাৎ ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ!

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপে আজ শুক্রবার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সরকারের হয়ে তিন বছর প্রধানমন্ত্রী থাকার পর সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফিলিপে।

 

এদিকে ফ্রান্সের উত্তরাঞ্চলের শহর লা আভরের মেয়র হিসেবে সম্প্রতি নির্বাচিত হয়েছেন ফিলিপে। তাছাড়া গুঞ্জন রয়েছে, করোনাভাইরাসের ধকল কাটিয়ে ওঠার জন্য মন্ত্রিপরিষদে রদবদল করতে পারেন ম্যাখোঁ।

তবে ম্যাখোঁর তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানোর আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন ফিলিপে। তবে নতুন মন্ত্রিপরিষদ গঠনের আগে পর্যন্ত সরকারি দায়িত্বে থাকবেন তিনি।

 

অবশ্য পদত্যাগের বিষয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ-র সঙ্গে আলোচনা করেছেন ফিলিপে। ম্যাখোঁ তাতে সমর্থন করেছেন।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে পাঁচ বছরের মেয়াদে সরকার ঢেলে সাজানো কিংবা অন্তত একবার প্রধানমন্ত্রী বদলানো নতুন নয়।

সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। আর তিনি তা গ্রহণ করেছেন।

 

সূত্র : বিবিসি






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*