স্পেনের অপেরা তারকা মন্তসেরাত মারা গেছেন
 
            
                     
                        
       		
 স্পেনের বিশ্বখ্যাত অপেরা গায়িকা মন্তসেরাত কাবাল শনিবার বার্সেলোনায় মারা গেছেন। তার হয়েছিল ৮৫ বছর। হাসপাতাল সূত্র একথা জানিয়েছে। ওই হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। খবর এএফপি’র।
তিনি অর্ধশতবর্ষ জুড়ে তার কর্মজীবনের বিশ্বে শ্রেষ্ঠ কন্ঠস্বরের অধিকারীদের মধ্যে একজন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং গলব্লাডারে সমস্যার কারণে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এএফপি একথা জানায়।
এএফপি জানায়, ‘গতরাতে তিনি সেন্ট পাও হাসপাতালে মারা যান।’
« ইন্দোনেশিয়ায় আরো লাশ উদ্ধার : রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা (পূর্বের সংবাদ)
			(পরবর্তি সংবাদ) প্রশান্ত মহাসাগরের কোস্টারিকা উপকূলে ভারি বর্ষণ ও বন্যা »

 
	