ধর্ম নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেফতার
 
            
                     
                        
       		পবিত্র রমজান ও ধর্মীয় অনূভূতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অপরাধে চাঁদপুরের হাইমচর থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার চরকৃষ্ণপুর গ্রাম থেকে অন্তর ছৈয়াল প্রকাশ রাজ দীপ সরকার (১৮) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর জানান, অন্তর ছৈয়াল নামের এই যুবক গত কয়েকদিন ধরে তার ফেসবুক আইডি থেকে পবিত্র রমজান ও ধর্মীয় অনূভূতি নিয়ে আপত্তিকর পোস্ট প্রদান করে। স্পশকাতর এই বিষয়টি পুলিশের নজরে এলে অভিযুক্ত যুবককে প্রথমে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করার লক্ষ্যে উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ অন্তর ছৈয়ালকে গ্রেপ্তার করে।
রবিবার দুপুরে অভিযুক্তকে চাঁদপুরের বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্তর ছৈয়াল হাইমচরের চরকৃষ্ণপুর গ্রামের মৃত মনোরঞ্জন ছৈয়ালের ছেলে।

 
	