প্রাণের ৭১

দেশে করোনায় মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে নতুন আক্রান্ত ৩১৯০

মোহাম্মদ হাসানঃ বৈশ্বিক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি প্রানঘাতি মহামারী করোনা ভাইরাস দেশে সংক্রমিত হওয়ার দুই মাস পেরিয়ে গেলেও প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত ও শনাক্তের সংখ্যা। সেই সাথে পাল্লাদিয়ে বাড়ছে করোনা জয়ী মানুষের সংখ্যাও।

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩১৯০ জন, মৃত্যু হয়েছে ৪৫ জনের আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮৯৭ জন।

আজ ১০ জুন বুধবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় আরও ৩ হাজার ১৯০ জনের দেহে। ফলে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৮৬৫ জন।

ডা. নাসিমা সুলতানা আরও বলেন, আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ১০১২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮৯৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ২৩৩ জনে।তিনি আরও বলেন, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ৪ জন নারী।

এদিকে বিশ্বে করোনায় মৃত্যু ৪ লাখ ১৩ হাজার ৯৮১, আক্রান্ত ৭৩ লাখ ৩৪ হাজার ৭২৮ জন।
করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ২ ঘটিকা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১৩ হাজার ৯৮১ জনে। এসময়ের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ লাখ ৩৪ হাজার ৭২৮ জনে।
সুস্থ হয়েছেন ৩৬ লাখ ১৬ হাজার ৭৩৪ জন। তবে এখন পর্যন্ত আশংকা জনক অবস্থায় রয়েছেন ৫৪ হাজার ২৮ জন।

এর মধ্যে যুক্তরাষ্ট্রেই আজ সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ২০ লাখ এবং দেশটিতে মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ১৪৮ জন, যা বিশ্বে সর্বোচ্চ।
যুক্তরাষ্ট্রের পর মৃতের দিক থেকে দ্বিতীয় খারাপ অবস্থায় রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৮৩ জনে।

অপরদিকে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই প্রাণঘাতি এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ হাজারের বেশি মানুষের মৃত্যুর মধ্য দিয়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে বুধবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪২ হাজার ৮৪ জন।

প্রসঙ্গত, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।



(পরবর্তি সংবাদ) »



মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*