প্রাণের ৭১

ভারতের সমর্থনে দেশ জুড়ে সচেতন নাগরিক সমাজের মানববন্ধন

দিনাজপুরে বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ওপর গুরুত্বারোপ করে মানববন্ধন

বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে বর্তমান পরিস্থিতিতে ভারতকে সমর্থন জানিয়ে মানববন্ধনের আয়োজন করেছে ‘বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি’ (বিএসএনসি)। দেশের বিভিন্ন স্থানে গত ২৭ জুন এই মানববন্ধনের আয়োজন করে তারা।

 

বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে ‘চীনের আধিপত্য বাদ ও আগ্রাসনের’ বিরুদ্ধে অবস্থান নেয় তারা। তারা আরো জানায়, গণতান্ত্রিক শিকড় আকরে ধরাই সবচাইতে ভালো।

 

দিনাজপুরে মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন রতন সিং, গোলাম নবী দুলাল, সৈকত পল এবং অন্যরা। এখানে প্রায় ২০০ মানুষ বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ব্যানারে নিয়ে এই মানববন্ধনে অংশ নেন।

 

এছাড়াও দেশের নেত্রকোনা, যশোর, জয়পুরহাট, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় র‍্যালি ও মানববন্ধন করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

ইত্তেফাক






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*