প্রাণের ৭১

ভারতে উড়ালসেতু ধসে নিহত ১৬ জন

ভারতের উত্তর প্রদেশে একটি নির্মাণাধীন ফ্লাইওভার ধসে পড়েছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ধসে পড়া স্থাপনার নিচে আরও অর্ধশতাধিক মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রতীয়মান হচ্ছে। মঙ্গলবার উত্তর প্রদেশের বারাণসী ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

বিকাল পৌনে ৬টার দিকে ফ্লাইওভারের দুইটি পিলার একসঙ্গে ভেঙ্গে পড়লে বিশাল আকারের কংক্রিট স্ল্যাব মাটিতে আছড়ে পড়ে। এতে সেটির নিচে থাকা যানবাহন ও মানুষজন চাপা পড়ে। নিহতদের অধিকাংশই নির্মাণ শ্রমিক।

 

দুর্ঘটনার পর দ্রুত উদ্ধারকা‌জ শুরু করে প্রশাসন। ঘটনাস্থলে পৌঁছায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সে (এনডিআরএফ) পাঁচটি টিম। পুলিশও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

 

রাজ্যের মুখ্যমন্ত্রী ‌যোগী আদিত্যানাথ উদ্ধারকাজের ব্যাপারে খোঁজখবর রাখছেন।

 

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং সংবাদিকদের জানান, উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌ‌র্য ও মন্ত্রী নীলকান্ত তিওয়ারিকে ঘটনাস্থলে ‌যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। চাপা পড়া ব্যক্তিদের দ্রুত উদ্ধারের নির্দেশ দিয়েছেন তিনি।

 

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ রুপি এবং গুরুতর আহতদের দুই লাখ রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। সূত্র: এনডিটিভি, দ্য টাইমস অব ইন্ডিয়া।

 






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*