প্রাণের ৭১

ভারতকে অক্সিজেন জেনারেটর, লিক্যুইড অক্সিজেন, ভেন্টিলেটর পাঠাচ্ছে ফ্রান্স

দেশে যখন করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে, তখন ভারতের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করল ফ্রান্স ৷ তারা ভারতকে অক্সিজেন জেনারেটর, লিক্যুইড অক্সিজেন ও ভেন্টিলেটর পাঠাচ্ছে ৷

 

নয়াদিল্লি, 27 এপ্রিল: কোভিড সঙ্কটকালে ভারতের পাশে দাঁড়িয়েছে গোটা বিশ্ব ৷ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশ ৷ এ বার ভারতের পাশে এসে দাঁড়াল ফ্রান্স ৷ তারা ঘোষণা করেছে যে, তারা ভারতকে উচ্চ ক্ষমতাসম্পন্ন 8টি অক্সিজেন জেনারেটর, 2000 রোগীর জন্য 5 দিনের লিক্যুইড অক্সিজেন, 28টি ভেন্টিলেটর ও আইসিইউ-র সরঞ্জাম পাঠাবে ৷

 

ফ্রান্সের দূত ইমানুয়েল লিনেইন টুইটে জানিয়েছেন, “কয়েক দিনের মধ্যেই ফ্রান্স ভারতকে শুধু সাময়িক ত্রাণই নয়, দীর্ঘমেয়াদি সাহায্য পাঠাবে ৷ 8টি অক্সিজেন জেনারেটর দেওয়া হচ্ছে, যার প্রত্যেকটি 250টি বেডে এক বছর ধরে অক্সিজেন দেবে ৷ এ ছাড়াও 2000 রোগীর জন্য 5 দিনের লিক্যুইড অক্সিজেন, 28টি ভেন্টিলেটর ও আইসিইউ-র সরঞ্জাম দেওয়া হচ্ছে ৷”আরও পড়ুন: কোভিড সঙ্কটে ভারতের পাশে বিশ্ব, আসছে ওষুধ-অক্সিজেনফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর উদ্যোগেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়ে তিনি টুইটে লিখেছেন, “এই বিরাট সাহায্যের অভিযানের উদ্যোগ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর অনুরোধে নেওয়া হয়েছে ৷ ভারতে উপস্থিত ফরাসি কোম্পানিগুলি ও ইউরোপিয়ান ইউনিয়ন এই কাজে সাহায্য করেছে ৷” শুক্রবারই ম্যাক্রঁ জানিয়েছিলেন, কোভিডের সঙ্কটের সময়ে তাঁরা ভারতের পাশে রয়েছেন ৷

Etv  bharat






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*