প্রাণের ৭১

Monday, April 26th, 2021

 

কোভিড-১৯ঃ কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন ভারতের পাশে

দ্বিতীয় কোভিড-পর্বে অক্সিজেন-সঙ্কটে আমেরিকা (US), ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেনের (UK) পাশাপাশি এ বার ভারতের দিকে সাহায্যে হাত বাড়িয়ে দিল কানাডাও (Canada)।   সোমবার কানাডার বিদেশমন্ত্রী মার্ক গারনিউও এক বিবৃতি মারফত ভারতের (India) পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ভারতে করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতিতে আমরা সবরকম সাহায্য করতে প্রস্তুত (ventilators, any items that might be useful for India)। এ ব্যাপারে ভারত সরকারের কাছে কানাডা প্রশাসনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।       প্রসঙ্গত, এর আগে ইউরোপীয় ইউনিয়নও (European Union) ভারতকে চিকিৎসা সরঞ্জাম (medical equipment) এবং অক্সিজেন উৎপাদনকারী সরঞ্জাম  (oxygenআরো পড়ুন