প্রাণের ৭১

ভাষা আন্দোলন নিয়ে তৌকীরের নতুন ছবি

অনেক আগেই অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ জানিয়েছিলেন ভাষা আন্দোলন নিয়ে ছবি বানাবেন। গলও রেডি তার। শুধু ভালো প্রযোজক পেলেই ছবির শুটিং শুরু করবেন। এবার পেয়েছেন প্রযোজক।

শুরু করছেন ছবিটির শুটিং। নায়ক হিসেবে টিভি পর্দার অভিনেতা সিয়ামকে নেয়া হয়েছে বলে খবর প্রকাশিত হচ্ছে। তবে এ বিষয়ে সিয়াম এবং পরিচালক এ বিষয়ে নিশ্চিতভাবে কিছুই জানাননি।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হবে ছবিটি। এটি টিটো রহমানের ছোট গল্প ‘বউ কথা কও’ এর অনুপ্রেরণায় নির্মিত হবে। এ প্রসঙ্গে তৌকী আহমেদ যুগান্তরকে বলেন, অনেক আগে থেকেই এমন একটি গল্প নিয়ে ছবি বানানোর পরিকল্পনামাথায় ছিল। হালদার আগেই এ ছবিটির নিয়ের পরিকল্পনা করেছিলাম। এবার ছবিটি হচ্ছে। আশা যেহেতু এটি ভাষা আন্দোলনের গল্প নিয়ে ছবি। তাই প্রস্তুতিটা তেমনভাবেই নিতে হবে। তবে আশা করি সকল প্রস্তুতি শেষ করেই ছবিটির শুটিং শুরু করতে পারবো।

ফাগুণ হাওয়ার শুটিং শুরু হবে ৭ মার্চ। টানা ২১ দিন চলবে। শুটিং হবে খুলনায়। এটি তৌকীর আহমেদের পরিচালনায় ষষ্ঠ চলচ্চিত্র। তার নির্মিত অন্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘জয়যাত্রা (২০০৪)’, রুপকথার গল্প (২০০৬)’, ‘দারুচিনি দ্বীপ (২০০৭), ‘অজ্ঞাতনামা (২০১৬)’, ‘জয়যাত্রা’ এবং ‘হালদা’।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*