জাপানি নাগরিক কুনিও ও খাদেম হত্যা মামলার প্রধান আইনজীবী নিখোঁজ
রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলার প্রধান আইনজীবী রথিশ চন্দ্র ভৌমিক শুক্রবার সকাল থেকে নিখোঁজ রয়েছেন। এ ব্যপারে তাঁর স্বজনরা থানায় জিডি করেন।
তাঁর স্ত্রী দীপা ভৌমিক জানান, শুক্রবার সকাল ৬টার দিকে কাজের কথা বলে তার স্বামী পায়জামা-পাঞ্জাবি পরা এক ব্যক্তির সঙ্গে একটি লাল মোটরসাইকেলে করে বাড়ির বাইরে যান। কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন বলেও তিনি আর ফিরে আসেননি। মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে পরিবারের কেউ যোগাযোগ করতে পারছে না।
উল্লেখ্য, সরকারি আইনজীবী (পিপি) রথিশ চন্দ্র ভৌমিক রংপুর বিশেষ জজ আদালতে সরকার পক্ষে জাপানি নাগরিক কুনিও হোশি ও মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলা পরিচালনা করছিলেন। এ দুই মামলায় সাত জঙ্গিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
« ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবন থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) বিশ্বকাপ সম্প্রচার নিয়ে কাতার-ইসরায়েল যুদ্ধ! »