মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলেন নাফিস ইকবাল
স্পোর্টস ডেস্কঃআইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিলেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল। মূলত মুম্বাইয়ে খেলা মোস্তাফিজকে ভাষাগত সাহায্য করতেই তিনি মুম্বাইয়ে গেছেন।
আইপিএলে এর আগের দুই আসরে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছিলেন মোস্তাফিজ। সেখানেও ভাষাগত সাহায্যের জন্য ছিলো দোভাষী। তবে এবার মোস্তাফিজের জন্য ভিন্ন পন্থায় হেঁটেছে মুম্বাই। দলের কোচ মাহেলা জয়াবর্ধনের চাওয়াতেই মোস্তাফিজকে ভাষাগত সাহায্য করতে তিন সপ্তাহের জন্য মুম্বাই দলের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল।
উল্লেখ্য বিপিএল ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটানসের হেড কোচ জয়াবর্ধনে এবং দলের ম্যানেজার নাফিস ইকবাল। সেই সংযোগেই নাফিসকে বেছে নিয়েছেন মুম্বাই হেড কোচ জয়াবর্ধনে। যাতে মোস্তাফিজকে সাহায্য করার পাশাপাশি, আইপিএল অভিজ্ঞতা বিপিএলে এসে কাজে লাগাতে পারেন নাফিস ইকবাল।