প্রাণের ৭১

তালুকদার আব্দুল খালেকের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ

জাতীয় সংসদের ৯৭ বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

আজ সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ কার্য প্রণালী বিধির ১৭৮ বিধির ৩ উপবিধি অনুযায়ী সংসদকে তার পদত্যাগের বিষয় অবহিত করেন।

তিনি জানান, আজ অপরাহ্নে তালুকদার আব্দুল খালেক সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী নিজে উপস্থিত হয়ে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র স্পিকারের কাছে পেশ করেছেন। স্পিকার তার এ পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে সংসদকে জানান।

স্পিকার আরো জানান, পদত্যাগপত্র গ্রহণ করায় বিধি অনুযায়ী তার সংসদীয় আসন ৯৭ বাগেরহাট-৩ আজ অপরাহ্ন থেকে শূন্য হয়েছে।

তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ থেকে মেয়র পদে মনোনয়ন পেয়েছেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*