প্রাণের ৭১

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেন।

তারেকের পাসপোর্ট জমা দেওয়ার প্রামান্য তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম তার ভ্যারিফাইড ফেসবুক পেজে খালেদা পুত্র তারেক রহমানের পাসপোর্ট এর ফটোকফি দিয়ে নাগরিকত্ব ত্যাগের প্রামান্য তথ্য প্রধান করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মোহাম্মদ শাহরিয়ার আলম  ফেসবুক স্টার্টাসটি লেখেন।

স্টার্টাসটি হলঃ

যে তথ্য প্রমাণ তারা চেয়েছিলো, নীচে দেয়া হলো। এই তথ্য আমি ২০১৫ এবং ২০১৭ তেও দিয়েছি। এতদিন পর তারা এটাকে অসত্য বলছে কেন তা বোধগম্য নয়। শুধু তারেক রহমান নয়, তার স্ত্রী এবং কণ্যার পাসপোর্টও যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা আমাদের হাইকমিশনে ফেরত দিয়েছে ২০১৪ সালে। পাসপোর্টগুলো এখন সেখানেই রাখা আছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*