প্রাণের ৭১

মুন্সীগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মো. আল আমিন নামে এক যুবককে ১ হাজার ৩৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৭০০ টাকাসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
গতকাল শনিবার দিবাগত রাত ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব। রাত ৮টার দিকে উপজেলার পলাশপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার, সহকারী পরিচালক নাহিদ হাসান জনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পলাশপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ৩৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির ২ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।





মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*