নেপালে আবারও বিমান বিধ্বস্ত পাইলট ও কো পাইলট নিহত
আন্তর্জাতিক ডেস্ক- নেপালে আবারও বিমান বিধ্বস্ত হয়ে পাইলট ও কো পাইলটের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার দ্য মাকালু বিমান সংস্থার একটি পরিবহন বিমান নেপালের উত্তর-পশ্চিম জেলা হুমলা জেলায় যাওয়ার পথে প্রায় ৩ হাজার ৯শ’ মিটার উচু একটি পাহাড়ে আছড়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এএফপি’র।
হুমলা জেলা প্রধান মাধব প্রসাদ দুংগানা এএফপিকে বলেন, ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে বিমানটি গতিপথ হারিয়ে ফেলে এবং নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পাহাড়ী এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাইলট ও কো-পাইলটের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, দেশটিতে এর আগেও একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে।
« চট্টগ্রামের মিরসরাইতে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ গ্রেফতার ১ (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) রোজার মাস ঘিরে অস্থির নিত্যপণ্যের বাজার »