ফেনীতে সিলিন্ডার দোকানে বিস্ফোরণে শ্রমিক নিহত, ভষ্মিভুত ৪ দোকান
ফেনীতে গ্যাস সিলিন্ডার দোকানে বিস্ফোরণের ঘটনায় অগ্নিকান্ডে দগ্ধ হয়ে নুরুল আলম(৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে।সোমবার সন্ধ্যায় ফেনী শহরের ফেনী বড় মসজিদের বিপরীতে তারেক হার্ডওয়ার ও চেরাজের হার্ডওয়ার দোকানের সিলিন্ডারের গোডাউনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার মাগরিবেব নামাজের সময় ফেনী শহরের আর কে হার্ডওয়ার দোকানে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।মূহুর্তেই আগুন ধরে যায় ওই দোকান ও পাশ্ববর্তী
চেরাজের হার্ডওয়ার দোকানে। এক পর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে সুকুমারের মুদি দোকান ও মর্ডাণ ক্লিনিকে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে ফুলগাজী ও ছাগলনাইয়া থেকে ফায়ার সার্ভিসের আরো দুটি দল এসে দুই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের লেলিহান শিখায় দোকান ঘর থেকে ভয়ে বের হতে না পেরে দোকান কর্মচারী নরুল আলম পুড়ে মারা।অগ্নিকান্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করেছে। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী আগুনে দগ্ধ হয়ে একজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে
প্রেরণ করেছে।