চট্টগ্রামে ( চকরিয়া-পেকুয়া) স্টুডেন্টস ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত

এইচ এম শহীদ চট্টগ্রাম থেকে :চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্ববৃহৎ সংগঠন চকরিয়া-পেকুয়া স্টুডেন্টস ফোরাম কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্টিত হয়েছে।মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক আমান উল্লাহ আমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রামস্হ চকরিয়া সমিতির সম্মানিত সভাপতি লায়ন কমরু উদ্দীন আহমদ।প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এ.জি.এম আরিফ আহমদ।আরো উপস্হিত ছিলেন অত্র ফোরামের প্রথম সভাপতি লায়ন সাইদুর রহমান মিন্টু সহ অন্যান্য সাবেক নেতৃবৃন্দ।অন্যান্য অতিথির মধ্যে উপস্হিত ছিলেন voice of huminity bangladesh এর প্রেসিডেন্ট মোঃ আবুল হাসান,বেপজার commercial manager মোঃ আশিক,পটিয়া সরকারী কলেজের অধ্যক্ষ আরফাত উদ্দীন এবং মিডিয়া ব্যক্তিত্ব ইকবাল হায়দার সহ ফোরামের বর্তমান কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যরা।আমন্ত্রিত অতিথিবৃন্দ ফোরামের ভূমিকা,কার্যাবলী,ক্যারিয়ার কাউন্সিল ও সমাজসেবা মূলক নানা বিষয়ে বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানটি চকরিয়া-পেকুয়ার ছাত্র-ছাত্রীদের মিলনমেলায় পরিণত হয়।