ফেনীর সোনাগাজীতে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে পিতা-পুত্র গ্রেফতার

ফেনীর সোনাগাজী উপজেলার মজলিশপুর ইউপির বিঞ্চপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে রবিবার(১৭ জুন) রাতে পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।স্কুল ছাত্রীর মা তানিয়া আক্তার তারার মামলার প্রেক্ষিতে পুলিশ তাদের গ্রেফতার করে। অভিযুক্ত পিয়াস(৩২) ও তার পিতা সাহাব উদ্দিন মজলিশপুর ইউপির চরলক্ষিগঞ্জ গ্রামের ছৌকিদার বাড়ীর বাসিন্দা। মামলায় বাদী অভিযোগ করে পারিবারীক শত্রুতার জেরে আসামী পিয়াস ১৬ জুন গভীর রাতে তাদের বসত ঘরে কৌশলে প্রবেশ করে তার স্কুল পয়া মেয়েকে জোরপূর্বক ধর্ষন করে।মেয়ের আত্মচিৎকারে ঘরের অপরাপর লোকজন এগিয়ে গেলে বখাটে পিয়াস পালিয়ে যায়।রবিবার সকালে পিয়াসের পিতাকে বিষয়টি অবহিত করলে সে বিচারের আশ্বাস দিয়ে টালবাহনা করতে থাকে এবং কৌশলী হুমকি দেয়। দুপুরে স্কুল ছাত্রীর পিতা মনির হোসেন পুনরায় অভিযুক্ত পিয়াসের পিতা সাহাব উদ্দিন কে বিষয়টি নিয়ে কি করেছে জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে তাকে বেদম মারধর করে বলে মামলায় অভিযোগ করে বাদী। সোনাগাজী মডেল থানার ওসি(তদন্ত) সুজন হালদার জানান,স্কুল ছাত্রীর মায়ের অভিযোগটি প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় নারী ও শিশু নির্যাতন আইনে এফআইআর হিসেবে রুজু করে গ্রেফতারকৃত পিতা-পুত্রকে আদালতে প্রেরন করা হয়েছে।
এদিকে অভিযুক্ত পিয়াসের দাদা শামছুল হক দাবী করেছে পারিবারীক শত্রুতার জেরে পিয়াস কে ঘর থেকে ডেকে নিয়ে বেদম মারধর করে মিথ্যা ধর্ষনের মামলায় ফাঁসানো হয়েছে। অপরদিকে এই ঘটনায় ওই স্কুল ছাত্রী রবিবার আদালতে ২২ ধারায় জবানবন্দী দিয়েছে মিনার হোসেন। সোমবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালতে এই জবানবন্দী দেন।