প্রাণের ৭১

ভেনিজুয়েলায় মাদুরোর বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের দায়ে’ ৮ জনের কারাদন্ড

ভেনিজুয়েলায় বুধবার দেশটির সশস্ত্র বাহিনীর পাঁচ সদস্য ও তিন বেসামরিক লোককে জেলে পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে ২০১৫ সালে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগ প্রমাণিত হয়েছে।
একটি বন্দি অধিকার সংগঠন একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
অধিকার সংগঠন ফোরো পেনাল জানিয়েছে, সামরিক আদালতে এদেরকে তিন থেকে ছয় বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজার রায় দিয়েছে।
মাদুরো প্রকাশ্যে জানিয়েছেন, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসেও ওই ষড়যন্ত্রের পেছনে দেশটির বিরোধী দলের একটি অংশের হাত রয়েছে এবং যুক্তরাষ্ট্র সরকার এতে আর্থিক সহায়তা দিয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির বিরুদ্ধে আনীত এই অভিযোগ অস্বীকার করেছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*