ফের সাকিব, ফের তামিম!
বাংলাদেশের ১২ রানের জয়ে ব্যাটে-বলে দারুণ ভূমিকা রেখেছেন সাকিব আল হাসান। ৬০ রানের ইনিংস খেলার পর বল হাতে ১৯ রানে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক
৩৮ বলে ৬০ রানের ইনিংস। সেটিও আবার দলের ভীষণ প্রয়োজনের মুহূর্তে। যখন রানের গতি বাড়াতে হবে, ঠিক সে সময়েই। পরিস্থিতির দাবি মিটিয়েই তেমন একটি ইনিংস খেলেছেন সাকিব আল হাসান। এরপর বোলিংয়ে এসে প্রতিপক্ষের রানের চাকা আটকে রাখতেও দারুণ ভূমিকা বাংলাদেশ অধিনায়কের। ১৯ রানে নিয়েছেন ২ উইকেট। প্রশ্নটা তাই উঠেই যাচ্ছে, এরপরও সাকিব ম্যাচসেরা নন?
ম্যাচসেরা হয়েছেন তামিম ইকবাল। ৪৪ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংসটা তাঁকে এনে দিয়েছে এই পুরস্কার। এর মধ্যে ১৬তম ওভারে ২২ রান নিয়ে দলের রানের গতি বাড়াতে তাঁর দারুণ ভূমিকা ছিল। তারপরও ব্যাটে-বলে সাকিবের পারফরম্যান্সই বেশি করে চোখে পড়েছে সবার। আর তাই সাকিবের ম্যাচসেরা না হওয়া নিয়ে খেদটা থেকেই যাচ্ছে সমর্থকদের মনে। সাকিবের কিন্তু এসব নিয়ে কোনো ভাবনা নেই। তাঁর বিশ্বাস ছিল ওয়েস্ট ইন্ডিজকে তাদের সবচেয়ে প্রিয় সংস্করণে হারাতে পারবেন। বিশ্বাস ছিল তাঁর সতীর্থদেরও। এই বিশ্বাসটুকু মাঠে অনূদিত করেই টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ দল।
জয়ের পর সাকিব সেই বিশ্বাসের কথাই বললেন, ‘সেন্ট কিটসে হারের পরও জয়ের বিশ্বাসটা ভীষণ কাজে দিয়েছে। বেশ ভালো একটা আলোচনায় সবাই বিশ্বাসী ছিলাম যে ওয়েস্ট ইন্ডিজের এই দলটাকে আমরা হারাতে পারি। এই মানসিকতাটুকুই দৃশ্যপট পাল্টে দিয়েছে।’