প্রাণের ৭১

স্কুলছাত্রী তাসফিয়া আত্মহত্যা করেছে: তদন্ত প্রতিবেদন

চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া আত্মহত্যা করেছে, তদন্তের পর আদালতে দেয়া চূড়ান্ত প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ।
রোববার দুপুরে এই প্রতিবেদন আদালতে জমা দেয়া হয়। এতে বলা হয়, তাসফিয়ার শরীরে কোনো বিষক্রিয়ার অস্তিত্ব পাওয়া যায়নি। ধর্ষণের কোনো আলামতও মেলেনি। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তাতে প্রত্যক্ষদর্শীর বরাতে এটাকে আত্মহত্যা বলেই উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ২ মে নগরীর পতেঙ্গা সৈকত এলাকা থেকে শানসাইন স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কথিত প্রেমিক আদনান মির্জাসহ ছয় জনকে আসামি করা হয়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*