কক্সবাজারে মালবাহী গাড়ির চাপায় এক পথচারী নিহত।
এইচএম শহীদ কক্সবাজার থেকে । কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা য় মালবাহী কাভার্ড গাড়ির চাপায় কলিম উল্লাহ (৬০) নামের এক পথচারী নিহত হয়েছে।আজ সোমবার (৮ অক্টোবর) দুপুর সাড়ে ১১-৩০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া নলবিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলিম উল্লাহ চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ফুলেরছড়া এলাকার মৃত খলিল উল্লাহর ছেলে। বানিয়াছড়া হাইওয়ে পুলিশের এসআই মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে ইলেকট্রনিক্স সরঞ্জাম নিয়ে কক্সবাজার যাচ্ছিল একটি কাভার্ড ভ্যান। মালবাহি কাভার্ড ভ্যাানটি চকরিয়ার নলবিলা গেইট এলাকায় পৌছলে পথচারী কলিম উল্লাহকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে মারা যায়। তিনি আরো বলেন, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান।
« স্তন ক্যান্সারে আক্রান্ত ৭০ ভাগ নারী চিকিৎসা ছাড়াই মারা যান (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) আজ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় »