প্রাণের ৭১

ভারতে ১৭ নকশাল বিদ্রোহী গ্রেফতার

: ভারতের ছত্তিশগড় ও অন্ধ্রপ্রদেশে বামপন্থী ১৭ নকশাল বিদ্রোহীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার পুলিশ একথা জানায়।
গত ২৪ ঘন্টায় পুলিশ এদের গ্রেফতার করে।
এক পুলিশ কর্মকর্তা জানান, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা মধ্যাঞ্চলীয় ছত্তিশগড়ের সুকমা জেলায় ১৬ বিদ্রোহীকে আটক করেছে। অন্ধ্রপ্রদেশের ইস্ট গোদাভারি জেলা থেকে এক নকশাল কমান্ডারকে গ্রেফতার করা হয়েছে।’
গত বছর ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা আধা সামরিক বাহিনীর ওপর হামলার জন্য গ্রেফতারকৃতদের মধ্যে পাঁচ জনকে খোঁজা হচ্ছিল।
ওই কর্মকর্তা বলেন, ‘অন্ধ্রপ্রদেশ থেকে আটককৃত নকশাল কমান্ডারের নাম পদ্যুম মুদা।’
ভারতের ঝাড়খন্ড, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় ও মহারাষ্ট্রসহ সাতটি রাজ্যে নকশালপন্থীরা তৎপরতা চালাচ্ছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*