সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
পুলিন দে প্রসঙ্গে তিনি বলেন, পাকিস্তান আমলে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সৈনিক ছিলেন পুলিন দে। বঙ্গবন্ধুর সঙ্গে তিনি কাজ করেছেন ৬ দফা দাবি আদায়ে। কথা বলেছেন সংস্কারের পক্ষে।
মন্ত্রী বলেন, মহান বিপ্লবী পুলিন দে সংগ্রাম করে জীবন কাটিয়ে দিয়েছেন। কখনো ব্রিটিশ সাম্রাজ্যবাদ, কখনো পাকিস্তান উপনিবেশ এবং কখনো সাম্প্রদায়িকতা, মৌলবাদ, স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে তার জীবন উৎস্বর্গ করেছেন। তার আদর্শ আমাদের অনুকরণীয় বলেও মন্তব্য করেন তিনি।
« সাজাপ্রাপ্ত দুজন একাত্তরে ছিলেন হানাদার বাহিনীতে (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) ক্রীড়া ক্ষেত্রে অগ্রগতির ধারাবাহিকতা চান প্রধানমন্ত্রী »