প্রাণের ৭১

১৩ দফা আন্দোলন চলবে৷ বিক্রি হয়ে যায়নি।

হেফাজতে ইসলামের আমির আল্লামা শফি বলেছেন, ‘কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতি দেয়ার প্রতিদান হিসেবে সরকারকে ধন্যবাদ জানানো মানে কওমীদের বিক্রি করে দেয়া নয়। সরকারকে ধন্যবাদ দেয়ার অর্থ এ নয় যে, নীতি ও আদর্শ চ্যুত হয়ে গেছি। কওমী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে আমি সরকারকে ধন্যবাদ জানিয়েছি। কওমী সনদ স্বীকৃতি বিল সংসদে পাশ হওয়ার পর একটি মহল আমার বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা বলছে আমি আওয়ামী লীগ হয়ে গেছি। যারা এ অপ-প্রচার করছে তারা মিথ্যাবাদী।’

 

শনিবার (১৩অক্টোবর) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক বিশেষ শোকরিয়া ও দোয়া মাহফিলে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি। তার হয়ে লিখিত বক্তব্যটি পাঠ করেন হাটহাজারী মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরু উদ্দিন।

 

 

 

বিভিন্ন সমালোচনার জবাবে আল্লামা শফি বলেন, আমি রাজনীতির সাথে জড়িত নই। প্রচলিত রাজনীতির সাথে আমার কোনো সংশ্লিষ্টতাও নেই। তাই আমার বক্তব্যের ভুল ব্যাখা দিয়ে জাতিকে বিভ্রান্ত করবেন না। হেফাজতে ইসলাম একটি ধর্মীয়ভিত্তিক অরাজনৈতিক সংগঠন। নির্বাচনে কাউকে সমর্থন দেয়নি। দেবোও না। তবে নির্বাচনে যাতে নাস্তিকরা জয় যুক্ত হতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

 

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিতে আন্দোলন নিয়ে তিনি বলেন, কওমী মাদ্রাসার সনদের স্বীকৃতি ও হেফাজতে ইসলামের ১৩ দফা আন্দোলন এক নয়। ১৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

 

কওমী স্বীকৃতি অর্জন করায় শুকরিয়া ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন সংবর্ধিত অতিথি হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বন ও পরিবেশ মন্ত্রী বলেন, ‘রাজনৈতিক কোনো উদ্দেশ্য নিয়ে সরকার কওমীদের স্বীকৃতি দেয়নি। মূলত কওমী সমাজের সার্বিক উন্নয়নের জন্য সরকার সনদের স্বীকৃতি দিয়েছে।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*