আশুলিয়ায় বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই
আশুলিয়ার কাঁইচাবাড়ি এলাকায় রবিবার সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই আবু তাহেরকে (৪০) কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই জাহেদ আলী।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ জানায়, ছোট ভাই জাহেদ আলী আশুলিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
« জামায়াতের রাজনীতি করার অধিকার নেই: শাহরিয়ার কবির (পূর্বের সংবাদ)
(পরবর্তি সংবাদ) তরুণদের সাথে ‘লেটস টক’ অনুষ্ঠানে আসছেন প্রধানমন্ত্রী »