জামায়াতের রাজনীতি করার অধিকার নেই: শাহরিয়ার কবির
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, জামায়াতের রাজনীতি করার অধিকার নেই। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা কারো অজানা নয়।
রোববার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ মিনার মুক্ত মঞ্চে ‘জাতীয় সংসদ নির্বাচনে তরুণ সমাজের ভূমিকা’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাবি শাখা এ সমাবেশের আয়োজন করে।
শাহরিয়ার কবির বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র হচ্ছে। বিএনপি-জামায়াত জোট এখন ঐক্যফন্টের ব্যানারে সংঘটিত হচ্ছে। তারা নির্বাচনকে ঘিরে দেশে ২০০১ ও ২০১৪ এর মতো পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। এসময় তিনি সব ষড়যন্ত্র রুখতে পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রাবি শাখার সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুন অর রশিদের সঞ্চালনায় সমাবেশে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক উপাধ্যক্ষ কামরুজ্জামান, রাজশাহী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান প্রমুখ বক্তব্য দেন।