নেত্রকোনা -৩ আসনের নৌকা প্রতীকের দলীয় মনোনীত প্রার্থী অসীম কুমার উকিলের পক্ষে অপু উকিলে কর্মী সমাবেশ ।
নৌকার প্রচারণা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত
আজ কেন্দুয়া উকিল বাড়িতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দুয়া উপজেলা যুব মহিলা লীগের কেন্দ্র কমিটি করার দিক নির্দেশনা দেন বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য, আমার শ্রদ্ধাভাজন অধ্যাপিকা অপু উকিল।
কর্মী সমাবেশে আগামীদিনে নৌকার বিজয়ের লক্ষ্যে সকলেই ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ।প্রতিটি নির্বাচনী কেন্দ্রে নৌকার বিজয় সুনিশ্চিত করতে যার যা করণী ,তাই করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন । অতীতের সব ভেদাভেদ ভূলে গিয়ে হাতে হাত মিলিয়ে,কাঁধে কাধঁ মিলিয়ে কাজ করে নৌকার বিজয়ে নিজেদেরকে নিয়োজিত করবে বলে-উপস্থিত সকলেই দৃঢ় প্রতীজ্ঞাবদ্ধ হয়েছে । দীর্ঘদিন পর এ আসনে একজন যোগ্য নেতা মনোনয়ন পেয়েছেন ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক অপু উকিল বলেন-কেন্দুয়া-আটপাড়ার উন্নয়নে মনপ্রাণ দিয়ে কাজ করতে চান অসীম কুমার উকিল । তিনি মা,মাটি,মানুষের নেতা । তাঁেক আপনারা সকলেই নিজের ভাই মনে করে ,আগামীদিনের নির্বাচনে আন্তরিকভাবে কাজ করে ও ভোট দিয়ে নির্বাচিত করুন । তিনি আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করবে । মানব সেবা করাই তার জীবনের একমাত্র ব্রত । এছাড়া অন্যান্য অতিথী বলেছেন-কেন্দুয়া-আটপাড়ার উন্নয়নে অসমাপ্ত কাজ করতে ও গন মানুষের ভাগ্য উন্নয়নে অসীম কুমার উকিলের বিকল্প নেই । তাই অতীতের সকল ভুলবুঝাবুঝির অবসান ঘটিয়ে আগামীদিনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে অসীম কুমার উকিলকে বিজয়ী করতে হবে ।
তাই সকল ভেদাভেদ,সকল ভুলবুঝাবুঝি ভুলে গিয়ে, আমরা সকলে মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে মাস্কা ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে, যার যা করণীয় তাই করতে হবে ।