বাংলাদেশের টার্গেট ১৯৬ রান
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৫ রান করেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ জিততে হলে ১৯৬ রান করতে হবে বাংলাদেশকে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ শুরু থেকেই কোনঠাসা ছিলো ক্যারিবীয়রা। তাই ২শ’ রানের কোটাও স্পর্শ করতে পারেনি তারা।
দলের পক্ষে শাই হোপ ৪৩, কেমো পল ৩৬, রোস্টন চেজ ৩২, মারলন স্যামুয়েলস ২৫, ড্যারেন ব্রাভো ১৯, অধিনায়ক রোভম্যান পাওয়েল ১৪, কাইরেন পাওয়েল ১০, শিমরোন হেটমায়ার ৬, কেমার রোচ অপরাজিত ৫ ও দেবেন্দ্র বিশু-ওশানে টমাস শুন্য রানে আউট হন।
বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ১০ ওভারে ৩০ রানে ৩ উইকেট নেন। মুস্তাফিজুর রহমানও ৩ উইকেট নিয়েছেন। এছাড়া ১টি করে উইকেট নেন মেহেদি হাসান মিরাজ-সাকিব আল হাসান-রুবেল হোসেন।